ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীর মৃগীতে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-০৩ ১৪:২৩:২৫

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ৩রা ফেব্রুয়ারী দুপুরে “বীর মুক্তিযোদ্ধা জননেতা জিল্লুল হাকিম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” উদ্বোধন করা হয়েছে। 

 গতকাল শনিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

 টুর্নামেন্টের সভাপতি এস.এম হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন ও মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম মিন্টু।

 মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুর রহমান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ