ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে কোরবান চৌধুরীর মনোনয়নপত্র দাখিল
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-১২ ১৪:১০:০০

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে উপনির্বাচনে গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কোরবান চৌধুরী। 

 গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সমর্থিত লোকজনকে সাথে নিয়ে পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিরিনা আকতার বানুর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। 

 মনোনয়নপত্র দাখিল করার জন্য ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে কোরবান চৌধুরীর সমর্থিত বহু লোকজন পূর্ব রেলগেট এলাকায় সমবেত হন। সেখান থেকে নেতৃত্ব দিয়ে লোকজনকে সাথে নিয়ে কোরবান চৌধুরী নির্বাচন অফিস চত্বরে যান। নির্বাচন অফিস চত্বর থেকে প্রতিনিধিদলকে সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

 জানা যায়, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মন্ডলের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য হয়। আগামী ৯ই মার্চ এ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারী।

 রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ অলিউল ইসলাম গত ২৪শে জানুয়ারী উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারী। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ই ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৬-১৮ই ফেব্রুয়ারী। আপিল নিষ্পত্তি ১৯-২০শে ফেব্রুয়ারী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২শে ফেব্রুয়ারী। প্রতীক বরাদ্দের তারিখ ২৩শে ফেব্রুয়ারী। ভোট গ্রহণ ৯ই মার্চ।

 এরআগে গত ১১ই ফেব্রুয়ারী বিকালে পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন রাশেদুল। রাশেদুল পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত বাদশা মন্ডলের ছেলে। উপনির্বাচনে রাশেদুল ও কোরবান চৌধুরী দুইজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনমত গঠনে এলাকায় গণসংযোগ করছেন।

 উল্লেখ্য, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩হাজার ৬১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১হাজার ৭৭৬জন। মহিলা ভোটার ১হাজার ৮৩৪জন। পুরুষের চেয়ে নারী ভোটার ৫৮জন বেশি।

 
মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নতুন তারিখ ঘোষণা হয়নি
বসন্তপুরে এক বাড়ীতে ৩টি গরু চুরি॥গোয়াল ঘরে রেখে গেছে ছবি ও ঠিকানাসহ মানিব্যাগ
 অস্তিত্ব সংকটে বালিয়াকান্দি উপজেলার পৌণে চারশত বছরের নলিয়ার জোড় বাংলা মন্দির!
সর্বশেষ সংবাদ