ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০২-১৩ ১৪:৪০:০০

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার ও আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শোভন রাংসার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল, বানীবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী বিশ্বাস, আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম আবু ইউসুফ খান, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। 

 আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস।

 অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ