মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণাঢ্য শোক র্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। গত ২১শে ফেব্রুয়ারী সকাল পৌনে ৭টায় বিদ্যালয়ে থেকে একটি শোক র্যালী বের হয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের সড়ক প্রদক্ষিণ করে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক তপন কুমার পাল, সহকারী শিক্ষক সিয়াম ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোন্দকার জহির ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাবৃন্দ ।