ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশায় ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন
  • মোক্তার হোসেন
  • ২০২০-১০-০৫ ১৫:১৪:২৮
পাংশায় গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২০ অনুষ্ঠানে উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল সোমবার সকাল ১১টায় পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য সংখ্যা বৃদ্ধি ও চাঁদা আদায়ের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পাংশা উপজেলা শাখা এ ইমাম সম্মেলনের আয়োজন করে।
  পাংশা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা ইমাম সমিতির সভাপতি খন্দকার মাওলানা আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
  প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন বলেন, সমাজে ভালো কাজের জন্য ইমামদের প্রচেষ্টা প্রশংসনীয়। সাধারণ মানুষ ইমামদের সম্মান করেন। তাই সমাজের অনিয়ম ও অসংগতি দূরীকরণে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ইমাম সমাজের আরও দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন তিনি। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে নো মাস্ক নো সার্ভিস এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদারকরণে ইমামদের প্রশিক্ষণ গ্রহণ ও লব্ধজ্ঞান বিকশিত করার ক্ষেত্রে ইমামদের কার্যকরী ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবু বক্কার সিদ্দিক।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ