‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যে গতকাল ৯ই মার্চ সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতি(এমএমএস) আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে।
মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া মডেল হাই স্কুল প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মঞ্জু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, নারী এবং শিশু উপস্থিত ছিলেন।