ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে রাজবাড়ীর শহীদওহাবপুরের সাদীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
  • কাজী তানভীর মাহমুদ
  • ২০২০-১০-০৫ ১৫:২০:২১
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার সাদীপুর গ্রামের মাঠে বিনা ধান-৭ এর উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের একটি মাঠে বিনা ধান-৭ এর উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
  সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম রুহুল কুদ্দুসের সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস, অন্যান্যের মধ্যে কৃষক ছাত্তার হাওলাদার, কৃষাণী আলেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 
  সমাবেশে একই জমিতে চার ফসলভিত্তিক সরিষা, তিল, রোপা আউশ, রোপা আমন ধান চাষ পদ্ধতি সম্পর্কে কৃষক-কৃষাণীদেরকে উদ্বুদ্ধ করা হয়। 

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ