গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে গতকাল ১৩ই মার্চ দুপুরে নিবন্ধিত ৩২৬জন জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রত্যেক জেলেকে দুই মাসের জন্য ৮০ কেজি করে বিতরণ করা হয়।
জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ের জন্য সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এ চাল প্রদান করা হয়।
চাল বিতরণ কালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা ডক্টর সুবর্ণা ফেরদৌস, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ও ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।