কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ দোহা কাতার কেন্দ্রীয় কমিটি।
গতকাল ১৮ই মার্চ দুপুরে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক বেলাল মিয়াজী, সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক আমানুল্লাহ, আব্দুল কাদের, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা হাজারী এবং ইউসুফ পাটোয়ারি লিংকন প্রমুখ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি ও অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেওয়া হয়।
এ সময় সংগঠন নেতারা রাষ্ট্রদূতকে বলেন, প্রবাসীদের কল্যাণে সব সময় কাজ করবে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ, কুমিল্লা প্রবাসীদের সকলের সুখে দুঃখে পাশে থাকবে এই সংগঠনের নেতৃবৃন্দরা।
১৭টি উপজেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে গঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি দোহা কাতার।