ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
বাবুপাড়া ইউনিয়নের কাঁচা সড়ক পাকাকরণে খুশি এলাকার মানুষ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৩-২৪ ১৫:৩৩:২১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের একটি কাঁচা সড়ক পাকাকরণে খুশি এলাকার মানুষ। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯০ভাগ কাজ শেষ হয়েছে।
 বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শামীমা আক্তার জানান, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় আমতলা মহাসড়ক থেকে জাহাঙ্গীরের বাড়ী পর্যন্ত প্রায় ৩৬৯ ফুট দৈর্র্র্ঘ্য ও সাড়ে ৭ ফুট প্রস্থ কাঁচা রাস্তা এইচবিবিতে উন্নয়ন করা হচ্ছে। মাটির রাস্তা এইচবিবিতে উন্নয়নে জনসাধারণ খুশি হয়েছেন। কুড়িপাড়া গ্রামের বাকি কাঁচা রাস্তা এডিবির প্রকল্পের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
 গতকাল ২৪শে মার্চ দুপুরে জানায়, বৃষ্টি হলে কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়তো। রাস্তাটি উন্নয়ন করায় জনসাধারণের দুর্ভোগ দূর হলো। রাস্তাটি পাকাকরণে গ্রামবাসীরা বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদারকে ধন্যবাদ জানান।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ