ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে রাজবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৪-০৪ ১৬:৩২:৩৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৪ঠা এপ্রিল শহরের পালকী চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাকছুদুর রহমান শাওন।

 এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বাকাউল ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লালসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দরা বক্তব্য রাখেন।

 সংগঠনটি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ আলম পাঠান। 

 এ সময় রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আযুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ লিটন,  সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন ও সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

 

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ