ঢাকা সোমবার, মার্চ ১৭, ২০২৫
রাজবাড়ী ক্রিকেটার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী মিলন মেলা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-১৬ ১৫:৪৪:৪৮

রাজবাড়ী ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে গত ১২ই এপ্রিল ঈদুল ফিতরের পরের দিন শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ঈদ পুনর্মিলনী মিলন মেলা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
 এ উপলক্ষ্যে সকাল ১০টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের পান্না চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে আবার কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে সিনিয়র, জুনিয়র, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া অনুরাগীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেনপ্রীতি ক্রিকেট ম্যাচ শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ মিলন মেলায় রাজবাড়ীর পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জি.এস এডঃ আশরাফুল হাসান আশা, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগসহ জেলার সাবেক ক্রিকেটার, ক্রীড়ানুরাগীসহ সর্বস্তরের ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে নারী ও শিশু ধর্ষণকারীদের বিচারের দাবীতে সনাকের মানববন্ধন
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার কার্যক্রমের গতিশীলতা আনতে ও আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ