রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পারনারায়নপুর গ্রামের ভাড়া বাসা থেকে রহিমা খাতুন ওরফে বর্ষা(১১) ও জেসমিন আক্তার(১৩) নামে দুই স্কুল পড়–য়া ছাত্রী বাড়ী থেকে ঘুরতে বেড়িয়ে আর ঘরে ফিরে আসেনি।
এ ঘটনায় নিখোঁজ বর্ষা খাতুনের মা আছিয়া খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ই এপ্রিল বিকালে বর্ষা ও জেসমিন ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। নিখোঁজ বর্ষা জেসমিনের সম্পর্কে খালা হয়। এ দিকে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন স্থান খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। নিজেদের সন্তান হারানোর শোকে পিতা-মাতা পাগল প্রায়।
আরো জানা গেছে, বর্ষার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট, বাসা থেকে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা স্যালোয়ার কামিজ ও অপরদিকে জেসমিন আক্তারের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, বাসা থেকে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা স্যালোয়ার কামিজ।
এই মেয়েদের সন্ধান করছে তাদের পরিবার। তাদের সন্ধান পেলে-০১৩৩৪৮১৫৭৪৪ অথবা ০১৮৩৭-৪৯৪৬৫০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।