ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা পর্যায়ে এসএসসিতে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সেরা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-১২ ১৬:১০:৫৭

 চলতি ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে রাজবাড়ী জেলার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সেরা হয়েছে। 

 সর্বোচ্চ ৪০জন জিপিএ-৫ লাভসহ পাশের হারেও সর্বোচ্চ ৯৯.১৫% অর্জন করেছে এ বিদ্যালয়টি। এসএসসিতে ১১৮জন পরীক্ষার্থীর মধ্যে ১১৭জন পরীক্ষার্থী পাশ করেছে। এসএসসি ভোকেশনালেও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সেরা হয়েছে। ভোকেশনালে ২৯জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮২জন। পাশের হার ৯৬.৪৭%।

 গতকাল ১২ই মে প্রকাশিত এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

 জানা যায়, ১৯৬৬ সালে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এবছরই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ লাভ করে বিদ্যালয়টি সুনাম বয়ে এনেছে।

 বিদ্যালয়ের সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিসেস সাঈদা হাকিমসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক সান্তনা দাসসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে।

 এছাড়া এসএসসিতে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় থেকে ১১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯৮জন, জিপিএ-৫ পেয়েছে ১৯জন, পাশের হার ৮৩.৭৩%। বিএমডি উচ্চ বিদ্যালয় থেকে ৫৩জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪১জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৭৭.৩৫%। বাগদুলী উচ্চ বিদ্যালয় থেকে ৯২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৪জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার ৮০.৪৩%। বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৯০জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭১জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাশের হার ৭৮.৮৯%। এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে ২৫৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৩৬জন, জিপিএ-৫ পেয়েছে ৩৯জন, পাশের হার ৯১.৫০%। হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় থেকে ১১৬জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০৮জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৩.১০%। হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪০জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার ৭৬%। হোসেনডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৪১জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৭জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার ৬৭%। যশাই উচ্চ বিদ্যালয় থেকে ৭৭জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৮১.৬৪%। কাচারীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১০৩জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭১জন, পাশের হার ৬৯%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬১জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪১জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৬৭.২১%। কশবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয় থেকে ১২৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৯জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার ৭১.৭৭%। কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে ১৫৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩৪জন, জিপিএ-৫ পেয়েছে ২৬জন, পাশের হার ৮৭.১৭%। মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১২৭জন, জিপিএ-৫ পেয়েছে ১৩জন, পাশের হার ৮১%। মেঘনা হাই স্কুল থেকে ৭৭জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৯জন, পাশের হার ৫০.৬৭%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬জন, পাশের হার ৩৬.৩৬%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৯জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাশের হার ৬১.২৪%। নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৭জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৪জন, পাশের হার ৬৫.৬৭%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাট্টাজোনা উচ্চ বিদ্যালয় থেকে ৮২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬৪জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৭৮.০৬%। পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয় থেকে ৮২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৭জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার ৭০%। সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮১জন পরীক্ষার অংশ নিয়ে পাশ করেছে ৭১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৬০%। সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় ৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫২জন, পাশের হার ৭৪.২৯%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে ১০৫জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯৪জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার ৯০%। সুজানগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪০জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫জন, পাশের হার ৮৭.৫০%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে ৮১জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৪জন, পাশের হার ৬৬.৬৭%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে ৬৫জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫০জন, পাশের হার ৭৬.৯২%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাটিকাবাড়ী মুহম্মদ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে ৮৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬৫জন, পাশের হার ৭৩.৩০%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। কোলানগর একাডেমী থেকে ৮৩জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৮জন, পাশের হার ৫৭.৮৩%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চর আফড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৯জন, পাশের হার ৫৯.২৪%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চরহরিণাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫২জন, পাশের হার ৯৬.৩০%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চরঝিকড়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৩৬জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১জন, পাশের হার ৫৬.২৬%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বনগ্রাম আতারুন্নেছা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১১জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯জন, পাশের হার ৮১.৮২%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ একাডেমী থেকে ৩৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১জন, পাশের হার ৬১.৭৬%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। লুৎফর রহমান মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৩জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৬৭%।

 এসএসসিতে পাংশা উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২হাজার ৯১১জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২হাজার ২৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ১৮৩জন, পাশের হার গড়ে ৭৬.৮৮%। পাংশা উপজেলায় সর্ব নিম্ন পাশের হার নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং কোন প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য অর্জন করতে পারেনি।

 দাখিল পরীক্ষা ঃ এ বছর দাখিল পরীক্ষায় জীবননালা পীরবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করায় প্রতিষ্ঠানটি শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। শতভাগ পাশের সাফল্য অর্জনকারী অপর প্রতিষ্ঠানের মধ্যে পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৫জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে এবং পরানপুর দুরশুন্দিয়া দাখিল মাদ্রাসা থেকে ১২জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। তবে উল্লেখিত মাদ্রাসার কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

 মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৪জন জিপিএ-৫ পেয়েছে সেনগ্রাম ফাজিল মাদ্রাসা থেকে। এ মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮জন, পাশের হার ৯৩.৩৩%।

 এছাড়া মৈশালা দাখিল মাদ্রাসার ২৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪জন, পাশের হার ৫৮.৩৩%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ২১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০জন, ১জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার ৯৫.২৪%। পাংশা প্রপার দাখিল মাদ্রাসার ৩৫জনের মধ্যে পাশ করেছে ১৪জন, পাশের হার ৪০%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ২২জনের মধ্যে পাশ করেছে ২১জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৫.৪৫%। কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদ্রাসার ৩০জনের মধ্যে পাশ করেছে ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৬.৬৭%। নাদুরিয়া সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার ২১জনের মধ্যে পাশ করেছে ২০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৫.২৪%। হলুদবাড়ীয়া দাখিল মাদ্রাসার ৩১জনের মধ্যে পাশ করেছে ২৯জন, পাশের হার ৯৩.৫৫%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার ১৮জনের মধ্যে পাশ করেছে ১২জন, পাশের হার ৬৬.৬৭%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। গঙ্গানন্দদিয়া দাখিল মাদ্রাসার ১৯জনের মধ্যে পাশ করেছে ১১জন, পাশের হার ৫৭.৮৯%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার ২৯জনের মধ্যে পাশ করেছে ২৮জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৬.৫৫%। নওপাড়া দাখিল মাদ্রাসার ৩০জনের মধ্যে পাশ করেছে ২৪জন, পাশের হার ৮০%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। রূপিয়াট ইয়াছিনিয়া দাখিল মাদ্রাসার ১৭জনের মধ্যে পাশ করেছে ১৪জন, পাশের হার ৮২.৩৫, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

 তারাপুর দাখিল মাদ্রাসার ৩১জনের মধ্যে ৩০জন পাশ করেছে, পাশের হার ৯৬.৭৭%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পারভেল্লাবাড়ীয়া দাখিল মাদ্রাসার ১৭জনের মধ্যে পাশ করেছে ১১জন, পাশের হার ৬৪.৭১%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার ৩০জনের মধ্যে ২৭জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৯০%। ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসার ১৮জনের মধ্যে পাশ করেছে ১৬জন, পাশের হার ৮৮.৮৯%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। সমসপুর দাখিল মাদ্রাসার ২৩জনের মধ্যে পাশ করেছে ১৮জন, পাশের হার ৭৮.২৬%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসার ২০জনের মধ্যে ১৭জন পাশ করেছে, পাশের হার ৮৫%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বহলাডাঙ্গা খামারডাঙ্গা দাখিল মাদ্রাসার ১৫জনের মধ্যে ১১জন পাশ করেছে, পাশের হার ৭৩.৩৩%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ১৪জনের মধ্যে ৬জন পাশ করেছে, পাশের হার ৪২.৮৮%, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

 দাখিলে পাংশা উপজেলার মোট ২৪টি মাদ্রাসার সর্বমোট ৫৪৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৮জন, জিপিএ-৫ পেয়েছে ১৪জন, গড়ে পাশের হার ৮২.৫০%।

 ভোকেশনাল পরীক্ষা ঃ  এবছর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ১১৫জনের মধ্যে পাশ করেছে ১০৬জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন। মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩৪জনের মধ্যে পাশ করেছে ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮৫জনের মধ্যে পাশ করেছে ৮২জন, জিপিএ-৫ পেয়েছে ২৯জন। কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১১৩জনের মধ্যে পাশ করেছে ১শ’জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন। বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬০জনের মধ্যে ৫৪জন পাশ করেছে, কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ১০জনের মধ্যে ৬জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১জন। চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার ১১জনের মধ্যে পাশ করেছে ৫জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।

 পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ