‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৯শে মে দুুপুরে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমা।
জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ আহম্মেদ।
জানা গেছে, জেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৫টি উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দুই দিন ব্যাপী এ কার্যক্রমের প্রজেক্টে জুনিয়র গ্রুপে প্রথম স্থানে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থানে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে, তৃতীয় স্থানে পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে প্রথম স্থানে বহরপুর ডিগ্রী কলেজ, দ্বিতীয় স্থানে বালিয়াকান্দি সরকারী কলেজ ও তৃতীয় স্থানে পাংশার ডাঃ কাজী মোতাহার হোসেন কলেজ বিজয়ী হয়েছে।