ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
বালিয়াকান্দিতে দুর্নীতি না করার শপথ নিল তিন শতাধিক শিক্ষার্থী
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৫-৩০ ১৬:৩৮:১৩

অডিটোরিয়াম ভরা শিক্ষার্থী। সবাই বসে রয়েছে যার যার আসনে। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ। ঘড়ির কাটা ১১টা বাজার সাথে সাথে শুরু হয় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা। 

 আলোচনা চলাকালীন সবাইকে দাঁড়ানোর অনুরোধ জানান একজন বক্তা। বক্তার আহবানে দাঁড়িয়ে যান সবাই। এরপর মাইকে ঘোষণা- আমরা দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না। সাথে সাথে তিন শতাধিক শিক্ষার্থীর কণ্ঠেও ভেসে আসে একই স্লোগান। নিজেদের দুর্নীতিমুক্ত রাখার শপথ নেন তারা।

 সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ, নিষ্ঠাবোধ সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে গতকাল ৩০শে মে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত অনুষ্ঠানে এই শপথ বাক্য পাঠ করে উপজেলার তিন শতাধিক শিক্ষার্থী। শপথ বাক্য পাঠ করান ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শামীম।

 পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেখতে পারছেন দুর্নীতিবাজ যত বড়ই হক না কেন, যত শক্তিশালীই হক না কেন তাদের কোন রেহাই নেই। তার প্রমাণ বেনজির আহমেদ ও আজিজ আহমেদ। দুর্নীতি দমন কমিশন কাউকে ছাড় দিবেনা। 

 দুর্নীতি করলে তাকে আইনে আওতায় এসে শাস্তি পেতেই হবে। দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের জিরো টলারেন্সে কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অপরাধ করে ছাড় পাচ্ছে না। 

 অধ্যক্ষ মোঃ কামাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মোল্লা, প্রভাষক তাসলিমা আক্তার ও শিক্ষার্থী সাদিয়া পারভীন তৃষা বক্তব্য রাখেন।

 আলোচনা শেষে ‘দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকাই মূখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়ের পক্ষে বক্তব্য রাখে ইন্দুরদী উচ্চ বিদ্যালয়রে শিক্ষার্থী রিয়া, মুন্নী ও তামিম হাসান। বিষয়ের বিপক্ষে বক্তব্য রাখেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন, মাইয়ান ও নাফিস ফুয়াদ। বিজয়ী দল বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা নাফিস ফুয়াদ।

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ