ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে লোকনাথ ব্রহ্মচারী ১৩৫তম তিরোধান দিবস অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৬-০৩ ০৫:৩৪:০২

বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের কুন্ডুপাড়ায় দীনেশ চন্দ্র কুন্ডুর বাড়ীর লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে গতকাল ২রা জুন সকালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৩৫তম তিরোধান দিবসে লোকনাথ বাবার জীবনী ও সঙ্গীতময় ভাগবত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 লোকনাথ বাবার জীবনী ও সঙ্গীতময় ভাগবত আলোচনা করেন ফরিদপুর জেলার শ্রী শ্রী রাধেশ্যাম সেবা কুঞ্জ শ্রীমৎ ওস্কারেশ্বর ব্রক্ষচারী।

 আয়োজক দীনেশচন্দ্র কুন্ডু বলেন, বাড়ীর আঙ্গিনায় লোকনাথ বাবার মন্দির স্থাপনের পর থেকে প্রতি বছরের ন্যায় পুজা করে আসছি। ভক্তিমূলক সঙ্গীত ও বাবা লোকনাথের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরে আগত হাজার হাজর ভক্তবৃন্দরা পুজা ও আলোচনা উপভোগ করেছে। ভক্তবৃন্দদের মধ্যে প্রসাত বিতরণ করা হয়।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ