রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২রা জুন অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কৃষক প্রশিক্ষণে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) ডঃ মাহফুজুর রহমান ও পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়ভিত্তিক আলোচনা করেন।
গতকাল রবিবার ৩০জনের কৃষক কৃষাণীর একটি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। আজ ৩রা জুন প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।