‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক জাতীয় পর্যায়ের এক মিনিটের ভিডিও চিত্র প্রতিযোগিতা-২০২৩ এর (খ) গ্রুপে মাধ্যমিক ও সমপর্যায়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ৭ম শ্রেণীর ছাত্র জয় শেখ ২য় স্থান অর্জন করায় গতকাল ৪ঠা জুন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে ফুলেল অভিনন্দন জানান।
জানা গেছে, জয় শেখ দুরারোগ্য ক্যান্সার (ঐড়ফমশরহ খুসঢ়যড়সধ-ঝঃধমব ওঠ) রোগে আক্তান্ত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র শিশু জয়ের মা এবং ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান উপস্থিত ছিলেন।
জানা গেছে, জয় শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোঃ ইমদাদুল শেখের ছেলে। সে গোয়ালন্দ ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২রা জুন সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরী প্রতিযোগিতায় স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী নির্মাতাদের মধ্যে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে জয় শেখের হাতে পুরস্কার তুলে দেন। এক মিনিটের ভিডিও চিত্রে জয় শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বেলার খোকা নামে অভিনয় করেন।