ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
বালিয়াকান্দিতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৬-১৯ ১৬:৪৭:১৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৯শে জুন দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ও খাদ্য শিল্প ও উৎপাদন বিএফএসএ সদস্য ড. মোহাম্মদ শোয়েব।

 বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বক্তব্যে রাখেন। অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম ও থানা প্রতিনিধি এসআই রাজিবুল ইসলাম রাজিব প্রমূখ বক্তব্যে রাখেন।

 সেমিনারে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস দাবীতে স্মারকলিপি প্রদান
পাংশায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র  ও বারুদসহ ডাকাত সর্দার গ্রেফতার
পাংশার কলিমহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরি
সর্বশেষ সংবাদ