রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে(ডিএফপি’তে) কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে গতকাল ১৫ই জানুয়ারী আনন্দঘন পরিবেশে পিঠা মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলসহ বিভিন্ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মেলায় অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন স্টলে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার পসরা সাজানো হয়। উপস্থিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং বাঙালির এই লোকজ সংস্কৃতিকে ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। মেলাটি সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় -মাতৃকণ্ঠ।


