রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ(৪২) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ১৫ই জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার পিজি হাসপাতালে তিনি মারা যান।
নিহত এরশাদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছোট্ট দুইটি ছেলে সন্তানসহ অংসখ্য গুনগাহি রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১লা জানুয়ারী ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ওই দিনই তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে পিজি আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং ফুসফুসে পানি জমেছিল বলে জানা গেছে।
পরিবার থেকে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থানরত এরশাদের স্ত্রী ফোনে তাদের মৃত্যুর খবর জানান। তার জানাযা আজ শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুরের বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


