ঢাকা শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র----বাংলাফ্যাক্ট
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১৫ ১৩:৫৭:১৪

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। গতকাল ১৫ই জানুয়ারী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের(পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।
 বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা(ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।
 বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য কেবল অভিবাসী ভিসা(ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদ প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।’
 বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘মূলত, যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।’
 ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এ সব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
 ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
 ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

 

 রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের পরিচয়পত্র পেশ
 চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আনন্দঘন পরিবেশে পিঠা মেলা
 বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র----বাংলাফ্যাক্ট
সর্বশেষ সংবাদ