রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ৫০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল ১৫ই জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী মোঃ হারুন-অর রশিদের পক্ষ থেকে মৃগী ইউনিয়নের বিভিন্ন মসজিদে গিয়ে এসব শীত উপহার প্রদান করা হয়।
উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রনজু এবং উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুব সমাজের আইডল মেহেদি হাসান তোতা, সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান, মৃগী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৃগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকমাল হোসেন, আসাদুজ্জামান আসাদ, হিমেল মাহমুদ ও আকরাম হোসেন।
এছাড়াও ছাত্রদল নেতা ইমন শেখ, সাব্বির রহমান, ইকবাল হোসেন, বাহার মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীত উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



