রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ১৬০ জন গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৫ই জানুয়ারী বিকেল ৪টায় শহরের ভবানীপুর কলেজ রোড ড্রাই আইস ফ্যাক্টরী সংলগ্ন প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয় চত্বর থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ হাফিজুর রহমান কম্বল বিতরণ করেন।
এ সময় রাজবাড়ী আঞ্জুমান মফিদুল ইসলামের সেক্রেটারী মোঃ ওয়াজি উল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোঃ জাহাঙ্গীর, সদস্য হাফেজ মোঃ শফিকুল ইসলাম, আইনুদ্দিন শেখ ও হাফেজ আবু বক্কর প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও একই দিন বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী শহরের কাজীকান্দা ব্যাংকপাড়া এলাকার অর্ধশত অসহায়, ছিন্নমূল, গরীব ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।


