ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কালুখালী থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
  • মনির হোসেন
  • ২০২০-১০-১৫ ১৬:১৯:১৮
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালুখালী থানা পুলিশের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর থানা চত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর বেলা ১১টায় থানা চত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  কালুখালী থানার ওসি মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, সাবেক সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  সভায় পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলোর সমাধানের জন্য ওসি’র সহযোগিতা কামনা করেন। 

  ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

  উল্লেখ্য, এ বছর কালুখালী উপজেলায় মোট ৫৬টি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ