ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দ পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-২৬ ১৫:১২:৫৪

গোয়ালন্দ পৌরসভা উন্নয়ন কর্মকান্ডে সর্বস্তরের জনগনের অংশগ্রহণ ও মতামত প্রদানের লক্ষ্যে গতকাল ২৬শে জুন সকালে পৌর মিলনায়তনে শহর সমন্বয় কমিটির সভা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান, পৌরসভার সচিব মোঃ রহুল আমিন, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, মোঃ নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালুসহ সকল পৌর কাউন্সিলর, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 সমন্বয় কমিটির সভায় জনপ্রতিনিধি ও নাগরিকগণ নিজ নিজ এলাকার উন্নয়ন ও সমস্যার বিষয়ে তুলে ধরেন এবং পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল এসব সমস্যা সমাধানের পৌর সভার পরিকল্পনা ও রোড ম্যাপ জনগণের সামনে উপস্থাপন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে আলোচনা করেন।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ