ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-২৬ ১৫:১৫:০২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ২৬শে জুন কাজী আব্দুল মাজেদ একাডেমীতে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে  দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা বেগম ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফকর উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীদের সমন্বয়ে ‘দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা মূলক লোগো যুক্ত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শামীম, পরানপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, কাজী আব্দুল মাজেদ একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ