ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
হার পাওয়ার প্রকল্পের আওতায় বালিয়াকান্দিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৬-২৭ ১৫:২২:৫৬

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৬শে জুন বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

 হার পাওয়ার প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরের সহযোগিতায় ৬ মাসের কোর্সের ৪টি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে ৮০টি ল্যাপটপ বিতরণ করা হয়।

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন ল্যাপটপ বিতরণ করেন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম উপস্থিত ছিলেন।

 অন্যান্যদের মধ্যে হার পাওয়ার প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার তন্ময় সিকদার ও জায়েদ হোসেন উপস্থিত ছিলেন।

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ