ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে ভোক্তার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-২৯ ১৪:৫৫:০৫

 রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারস্থ তিন দোকানীকে গতকাল ২৯শে জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারস্থ মেসার্স দেলোয়ার স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ১হাজার টাকা, মাসুম স্টোরকে অবৈধ ও অস্বাস্থ্যকর পন্থায় খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে ২হাজার টাকা ও কাউসার স্টোরকে অবৈধ ও অস্বাস্থ্যকর পন্থায় খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

 
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ