রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারস্থ তিন দোকানীকে গতকাল ২৯শে জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারস্থ মেসার্স দেলোয়ার স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ১হাজার টাকা, মাসুম স্টোরকে অবৈধ ও অস্বাস্থ্যকর পন্থায় খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে ২হাজার টাকা ও কাউসার স্টোরকে অবৈধ ও অস্বাস্থ্যকর পন্থায় খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।