ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৭-১৫ ১৫:৪২:৩৮

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৩বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ১৫ই জুলাই দুপুরে রাজবাড়ীতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 আলোচনা সভায় বিএমএসএফ’র রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, আনন্দ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি কামাল হোসেন,  দৈনিক দেশবাংলার জেলা প্রতিনিধি বাবলু শেখ, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস এম রাহাত হোসেন ফারুক, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি এসএম রিয়াজুল করিম, মোরশেদ আলম মালেক ও ইমদাদুল হক রানা প্রমুখ বক্তব্য রাখেন। 

 আলোচনা সভায় সঞ্চালনা করেন বিএমএসএফ এর সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম।

 পরে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। পরে কেক কেটে সংগঠনের যুগপূর্তি উদযাপন করা হয়।

 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ