ঢাকা শনিবার, নভেম্বর ২২, ২০২৫
পাংশা শহরের সরদার বাসস্ট্যান্ডে নিউ মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-১৫ ১৫:৪৩:০২

 রাজবাড়ী জেলার পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকায় “পাংশা নিউ মাইক্রোবাস স্ট্যান্ড নামে একটি মাইক্রো স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। 

 গতকাল ১৫ই জুলাই দুপুরে প্রধান অতিথি হিসেবে পাংশা নিউ মাইক্রোবাস স্ট্যান্ড মালিক সমিতির সভাপতি ও পাংশা পৌর কাউন্সিলর মোঃ ওদুদ সরদার(অতুর) নতুন এ স্ট্যান্ডটির উদ্বোধন করেন।

 এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদুল ইসলাম, পাংশা নিউ মাইক্রোবাস স্ট্যান্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক এসকে আমির হাসান, সহ-সাধারণ সম্পাদক আঃ মজিদ, কোষাধ্যক্ষ রানা বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ মোঃ রয়েল মন্ডল ও পাংশা সরদার বাসস্ট্যান্ড শিল্প ও বনিক সমিতির সভাপতি মোকছেদ বিশ্বাস উপস্থিত ছিলেন। 

 অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থানের মাইক্রোবাস মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে মাইক্রোবাস মালিক ও চালকেরা বলেন, নতুন এই মাইক্রো স্ট্যান্ডটি আমাদের জন্য স্বস্তিদায়ক হবে। কারণ ট্যাম্পুস্ট্যান্ডে যে মাইক্রোস্ট্যান্ড রয়েছে আমাদের সেখানে যেতে গেলে মৈশালা রোডে অনেক সময় ১-২ ঘন্টা যানজটে পড়ে থাকতে হয়। যানজটের কারণে অনেক ক্ষেত্রে সঠিক সময়ে যাত্রীদের কাছে পৌঁছাতে পারি না। 

 
গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
তারেক রহমানের জন্মদিনে রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সজ্জনকান্দা কাহাড়পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ