ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-১৬ ১৫:৩৩:৩৫

 “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ১৬ই জুলাই সকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

 প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

 উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার(রুটিন দায়িত্ব) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামজিক বন বিভাগ ফরিদপুরের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন।

 মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমাদের যে প্রজন্ম তারা বুঝতে পেরেছে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত। আমরা জানি যে এবার টানা ৩৬দিন তীব্র তাপদাহ ছিলো। এই তাপদাহের কারণ হচ্ছে আমরা আশরাফুল মাকলুকাত অর্থাৎ আল্লাহর শ্রেষ্ঠ জীব। আমরা আমাদের প্রকৃতির ক্ষেত্রে অনেক বেশি উদাসীন ছিলাম। আমরা নির্বিচারে বন উজাড় করেছিলাম। নদী নালা, খাল-বিল ভরাট করেছিলাম। কিন্তু আমাদের উচিত ছিলো প্রকৃতিকে প্রকৃতির মতন থাকতে দেওয়া। আইন রয়েছে, আমরা আইন ভঙ্গ করার চেষ্টা না করি। সকলকে সচেতন হতে হবে। সচেতনতায় পারে আমাদের বনায়নকে রক্ষা করতে। আমাদের নদী-নালা, খাল বিল রক্ষা করতে হবে, আইন মানতে হবে। সেই সাথে আমাদের গাছ লাগাতে হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলে থাকেন অন্তত তিনটি গাছ লাগাতে হবে। ফলজ গাছ, বনজ গাছ ও ঔষুধি গাছ। আমাদের প্রধানমন্ত্রীর যে বাগান আছে সে বাগানে সবধরনের গাছ রয়েছে। তিনি প্রত্যেকটি গাছের পরম যত্নে পরিচর্যা করেন। আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বনায়ন করতে হবে। আমাদের কাজ হচ্ছে পরিবেশকে রক্ষা করা। এ পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের যা যা করা দরকার তাই করতে হবে। আমাদেরকে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করে দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি।

 আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এরপর বৃক্ষমেলার ৯টি স্টল পরিদর্শন করেন তারা।

 উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ