ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কাল থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল কার্যক্রম পুনরায় শুরু হবে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-৩০ ১৫:১১:০৮

 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের(বিআর) সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (১লা আগস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে।
 বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন বলেন, ‘চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেইল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।’
 জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
 গতকাল ৩০শে জুলাই রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
 এর আগে ২৪শে জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে।
 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ই জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে  সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষনে কালুখালীতে আসছেন প্রধান উপদেষ্টা
রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ