ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
রাজবাড়ীতে কনস্টেবলকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করলেন এসপি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০১ ১৫:০৫:৪৩

দীর্ঘ প্রায় ৩৮ বছরের কর্মজীবন শেষে অবসর নিয়েছেন রাজবাড়ী জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ মামুন পাটোয়ারী। 

 আর বিদায় বেলায় পেয়েছেন সংবর্ধনা। সংবর্ধনা শেষে ফুল ও বেলুন সজ্জিত গাড়ীতে করে তাকে পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়ীতে।

 গতকাল ১লা আগস্ট দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন কনস্টেবল মোঃ মামুন পাটোয়ারী।

 এ সময় মামুন পাটোয়ারীর হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী, ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম। এরপর তাকে পুলিশের একটি সুসজ্জিত গাড়ীতে গ্রামের বাড়ী পৌঁছে দেওয়া হয়।

 তার অবসরকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় বলে জানান পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম।

 তিনি বলেন, মামুন পাটোয়ারীদের ছোট ছোট অবদানে বাংলাদেশ পুলিশ আজ এই অবস্থানে পৌঁছেছে। তার অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

 কর্মজীবন শেষে এমন আয়োজনে মুগ্ধ কনস্টেবল মোঃ মামুন পাটোয়ারী বলেন, পুলিশের চাকরিতে একজন কনস্টেবলের অবসর সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। আমার এই বিদায় সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে কখনও ভাবিনি। পুলিশ সুপার স্যারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

 এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্মিলিত  প্রচেষ্টায় রাজবাড়ী জেলাকে এগিয়ে নিতে হবে------জেলা প্রশাসক
রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সজ্জনকান্দায় ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক লেগে শিশু আহত
সর্বশেষ সংবাদ