ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ইলিশ রক্ষা অভিযানের ৩য় দিনে দুই জেলের জেল॥জাল-মাছ জব্দ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১৭ ১৫:০৪:৩০
ইলিশ রক্ষা অভিযানে গতকাল ১৭ই অক্টোবর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় -মাতৃকণ্ঠ।

চলমান ইলিশ রক্ষা অভিযানের ৩য় দিনে গতকাল ১৭ই অক্টোবর ভোর রাত থেকে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ এবং ২জন জেলেকে ১মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ