রাজবাড়ী শহর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্যাপ বিতরণ করেছে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষকরা।
গতকাল ৭ই আগস্ট দুপুর ১২টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীরা শহরের ময়লা আবর্জনা পরিষ্কার ও আল্পনা আঁকাকালে তাদেরকে এ ক্যাপ বিতরণ করেন তারা।
ক্যাপ বিতরণের সময় রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফকির মোঃ নুরুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল, ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ খান উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ ফকির মোঃ নুরুজ্জামান বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা ও জনতা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদের যে উদাহরণ সৃষ্টি করলো, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলদারিমুক্ত অবসান ঘটালো এজন্য আমরা অত্যন্ত গর্বিত। শিক্ষক হিসেবে আমি মনে করি ছাত্র ছাত্রীদের এ ভূমিকা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বজায় রাখা দরকার। শিক্ষার্থীরা এই রোদের মধ্যে তারা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। তাই আমাদের কলেজের পক্ষ থেকে আমরা তাদের ক্যাপ বিতরণ করেছি। আমরা শিক্ষার্থীদের পাশে রয়েছি।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা রোদের মধ্যে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছিলাম এটা দেখে সরকারী কলেজে স্যারেরা আমাদের জন্য ক্যাপ বিতরণ করেছে।এজন্য সকল শিক্ষার্থীর পক্ষ থেকে স্যারদেরকে আমরা ধন্যবাদ জানাই।