আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন রাজবাড়ী জেলায় দায়ের হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও জেলার সকল ধরণের দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ এবং আওয়ামী গুন্ডাবাহিনীসহ ছাত্রলীগ যুবলীগের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য জেলা প্রশাসকের কাছে ৭দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
গতকাল ৮ই আগস্ট দুপুর ১টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম এর সাথে চলমান সংকট ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় ও স্মারকলিপি প্রদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
তিনি বলেন, আমরা জেলা বিএনপি ৭ দফা দাবী উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। এই সাত দফায় রাজবাড়ীতে বিএনপিসহ ছাত্রদল ও ছাত্র জনতার নামে যে মিথ্যা মামলা মোকাদ্দমা হয়েছে তা প্রত্যাহার চেয়েছি। এছাড়াও আরও কয়েকটি বিষয়ে আমরা তাদের কাছে উল্লেখ করেছি। তারা আশ্বস্ত করেছে সেগুলো প্রত্যাহার করে নিবে। এছাড়াও চলমান সংকট কাটাতে ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সাথে মতবিনিময় হয়েছে। তারা আমাদের দাবীগুলো মেনে নিতে চেয়েছে। আমরা রাজবাড়ী শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনকে সহযোগিতা করবো।
জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম বলেন, রাজবাড়ী রাজনৈতিক সম্প্রীতির শহর। আমরা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি। ইতিপূর্বে রাজবাড়ীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে। আমাদের ছাত্র জনতারা অহিংস আন্দোলনে রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে কেউ বেঈমানি করতে না পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আমরা একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। কারো বিরুদ্ধে আমাদের কোন প্রতিহিংসা নেই। আমরা তারেক রহমান এবং খালেদা জিয়ার কন্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই রাজবাড়ী শহরকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ শহরে পরিণত করা হবে। আমরা এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমরা একটি মনিটরিং সেল করেছি। এছাড়াও রাজবাড়ী জেলা বিএনপির কেউ যদি কোন অপকর্ম কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তাকেও তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। আমরা রাজবাড়ীতে কোন দুর্নীতি হতে দিব না, চাঁদাবাজি ও টেন্ডারবাজি হতে দিবনা।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে ৭ দফা দাবী গুলো হলো, ১। রাজবাড়ী জেলার আওয়ামী গুন্ডা বাহিনী এবং ছাত্রলীগ- যুবলীগের হেলমেট বাহিনী ধারালো দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর প্রকাশ্যে হামলা করেছিল এবং সর্বশেষ ৫ই আগস্ট সকাল ১১টায় গোয়ালন্দ মোড়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর প্রকাশ্যে গুলি বর্ষন করে। ওই গুলির আঘাতে প্রায় ১২জন ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। তারা রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে এবং অনেকেই ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজবাড়ী ঐতিহাসিকভাবে একটি শান্তিপূর্ণ শহর। এই শহরে থাকা আওয়ামী গুন্ডাবাহিনী ছাত্রলীগ যুবলীগের কাছ থেকে অবিলম্বে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ সকল ধরণের অস্ত্র উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
২। রাজবাড়ী জেলাধীন সকল হাট, বাজার ঘাট ও সকল বালু মহল বিনা ইজারায় অবৈধভাবে দখলদারিত্বে জোরপূর্বক চাঁদা আদায় করছে তা অবিলম্বে বন্ধ করা ও চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনতে হবে।
৩। রাজবাড়ী জেলা শহরসহ সকল সাধারণ অটো ও যান্ত্রিক যানের চালকদের কাছ থেকে সকল প্রকারের চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৪। রাজবাড়ী জেলার সকল হাট বাজার ও ঘাটে চলাচলকারী কাঁচামাল বাহিত ও অন্যান্য বাহিত ট্রাক ও অন্যান্য যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় বন্ধ করতে হবে।
৫। রাজবাড়ী জেলার সকল স্তরের দুর্নীতি ও চাঁদাবাজী অবিলম্বে বন্ধ করে চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনতে হবে।
৬। রাজবাড়ী জেলা বিএনপি ও ছাত্র জনতা সকল ধরণের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট আছে এবং রাজবাড়ী জেলা বিএনপির সকল অফিস আদালতে সকল ধরণের কাজকর্মে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেছে।
৭। রাজবাড়ী জেলা বিএনপি প্রশাসনে থাকা সকল অফিসার ও কর্মচারীদের সহিত আইনের আলোকে সকল ধরণের সহযোগিতা নিয়োজিত আছে।