রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে গতকাল ৮ই আগস্ট সকাল ১১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সকল শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বিভিন্ন দাবী দাওয়া, সমস্যা ও সংকট নিরসনের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধি নূর মোহাম্মদ নয়ন বলেন, আমরা রাজবাড়ী জেলার যারা সমন্নয়ক রয়েছি তারা আজ ডিসি ও এসপি’র সাথে দেখা করেছি। কিছু মহল রাজবাড়ীতে যারা আমাদের ডাইভাট করে ও আমাদের নাম ব্যবহার করে তাদের রাজনৈতিক সুবিধা হাসিল করার চেষ্টা করছিলেন। এ বিষয়ে আমরা ডিসি ও এসপিকে অবগত করলাম এবং আমাদের কিছু যৌক্তিক দাবী দাওয়া তাদের কাছে তুলে ধরলাম। দাবী দাওয়াগুলো শুনলেন ও আস্বস্ত করেন তারা।
তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত সংগঠন। আমরা রাজনীতির বাইরে থাকতে চাই। আমরা রাজনৈতিক মুক্ত সমাজ ব্যবস্থা গড়তে চাই। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ও সহ-সমন্বয়ক ছিলাম তারা কোন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম না। ইতিমধ্যে আমাদের সংখ্যালঘু ভাইদের ওপর হামলা হচ্ছে, হিন্দু ভাইদের ওপর হামলা হচ্ছে। আমরা এগুলো বন্ধের দাবী জানিয়েছি। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আমরা তাদের পাশে থাকছি। আমাদের পুলিশ প্রশাসন যে কর্মবিরতি দিয়েছে আমরা অতিদ্রুত চাই তারা সেই কর্মবিরতি ভেঙে তারা কর্মস্থলে ফিরে আসুক। আমরা কোন ভাবেই চাচ্ছিনা কোন রাজনৈতিক সংগঠন বা দল দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করুক বা কোন গৃহযুদ্ধ আমাদের তৈরি হোক। আমরা স্বাধীন একটি বাংলাদেশ চাই।
জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম সাধারণ শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তারা সকল শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন এবং যারা আন্দোলনের সময় হামলা, মামলার শিকার হয়েছেন তাদের সহযোগিতা করবেন বলে জানান।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সকল স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।