ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের লজ্জাজনক পতনে শান্তি, ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজবাড়ীতে সমাবেশ করেছে বিএনপি।
গতকাল ৮ই আগস্ট বিকেল সোয়া ৪টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে হাজার হাজার কর্মীদের উপস্থিতি জনসমুদ্রে পরিনত হয়।
সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের আগে রাজবাড়ীতে এভাবে কখনো সভা সমাবেশ করতে পারেনি বিএনপি।
সমাবেশে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য নঈম আনসারীর সভাপতিত্বে সমাবেশে জেলা যুবদলের আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান, জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দর রউব হিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, ওলামা দলের নেতা লোকমান হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলম, রাজবাড়ী জেলা হকার্স গ্রুপের সভাপতি আব্দুল ছাত্তার ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়াসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, রাজবাড়ী জেলা বারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক সোনিয়া আক্তার স্মৃতি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজ ১৭ বছর পর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে আমরা সমাবেশ করতে পারলাম। এই ১৭ বছরে রাজপথে আপনাদের সাথে একদিনের জন্যও এক মুহুর্তের জন্যও পায়ে পায়ে হেঁটে মিছিল করতে পারি নাই। আমরা ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। অনেক ছাত্রকে এই স্বৈরাচার সরকার হত্যা করেছে। রাজবাড়ী পান্না চত্ত্বরে আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা যখন আন্দোলনে নেমেছিল, বড়পুলে নেমেছিল, গোয়ালন্দ নেমেছিল তখন যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর লাঠিপেটা করেছে, গুলি করেছে। কাজী কেরামত আলী ও তার ভাই কাজী ইরাদত আলী এবং তার সঙ্গপাঙ্গ আমার সোনার ছাত্র-ছাত্রীদের আঘাত করেছে। ঢাকাতে আন্দোলন করতে গিয়ে আমাদের বালিয়াকান্দির নারুয়ার সন্তান আমাদের বালিয়াকান্দির বিএনপির নেতার ভাতিজা সাগর শহীদ হয়েছেন। আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমাদের একটি মাত্র কথা ছিল সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ সরকার আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলায় নেতাকর্মীদের বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম ম্যাডাম এই অত্যাচারীর বিচার কি? তিনি বলেছিলেন আমরা যদি না পারি আল্লাহ ঠিকই বিচার করবে। আজ সেই বিচার করেছে। দেশ ছেড়ে পালিয়েছে এই স্বৈরাচার সরকার। প্রতিদিন এই স্বৈরাচার সরকারকে টিভিতে দেখি রঙিন রঙিন কাপড় পরে লিপস্টিক মেরে ভাষণ দেয়। সেই মহিলা এখন দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় দীর্ঘদিন গ্রেফতার করে রাখা হয়েছিল। আজ সত্যটা সবাই জানতে পেরেছে। ঠিকই সে মুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, চারদিকে শোনা যাচ্ছে ভাংচুর করছে, লুট করছে, মন্দির ভাঙছে, আগুন দিচ্ছে এটা এক ধরণের ষড়যন্ত্র। সুযোগ নিয়ে অন্যেরা এটা করছে। বিএনপি কখনো এমন করতে পারে না। আমি বলে দিচ্ছি যদি কেউ এই সুযোগে চাঁদাবাজি করতে যায়, বাড়ী-ঘর, মন্দিরে ভাংচুর করতে যায় তাহলে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। সে যেই হোক। সহিংসতা, চাঁদাবাজি, মারামারি, ঠেলাঠেলি লাগলে অনেকে মনে করে বিএনপি ক্ষমতায় আসলো না এখনি মারামারি লেগে গেছে। কোন ধরণের অনিয়ম, কোন ধরণের সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট যদি করে আমি এসপি সাহেবকে বলবো দায়িত্ব পালন করবেন। এসপি সাহেবকে আমি বলি যদি কোথাও লুট হয় চাঁদাবাজি হয়, দখল হয়, সহিংসতা হয় আপনি দায়িত্ব পালন করবেন মানুষ আপনার সঙ্গে থাকবে। আমি আমার নেতাকর্মীদের বলবো প্রশাসনের সবাইকে আপনারা সাহায্য করবেন। সব পুলিশ খারাপ না। তারা আমাদের শত্রু নয়।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমি রাজবাড়ীর দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্ণেল ও এসপিকে অনুরোধ করি গত ১৭ বছর ধরে আমরা দেখেছি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে প্রকাশ্যে অস্ত্র। আমি অনুরোধ করি এই অবৈধ অস্ত্র আপনারা উদ্ধার করবেন। যারা এই ছাত্রদের ওপর হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে।
তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় এখন আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় সকল রাজনৈতিক দলের নেতাদের ডাকবেন, পেশাজীবী সব সংগঠনের নেতাদের ডাকবেন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদের ডাকবেন। তাদের ডেকে সংহতি কমিটি গঠন করে এলাকায়-শান্তি রক্ষা করবেন।