দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম এর সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
গতকাল ১১ই আগস্ট সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন, অর্থ সম্পাদক মোল্লা মুহাম্মাদ সুমন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মঞ্জুরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম মিলন, ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোহান ও ইসলামী আন্দোলন রাজবাড়ী সরকারী কলেজ শাখার আহ্বায়ক আঃ আলিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আশ্বস্ত করে বলেন, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনীতি সম্পর্কে অবগত। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করেছে। ইনশাআল্লাহ আগামীতেও করে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলার সাথে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইনশাআল্লাহ আগামী দিনেও করে যাবে। আপনারা আমাদের সভা সমাবেশে যথেষ্ট সহযোগিতা করেছেন এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি আগামী দিনগুলোতে যে কোন পরিস্থিতিতে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।
তারা আরো বলেন, আপনারা অবগত আছেন আওয়ামী সরকার পদত্যাগের পরবর্তীতে বাংলাদেশে যে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে আমরা কখনো এ গুলোকে সমর্থন করি না। আমরা চাই নিরাপদ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। বিশেষ করে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকার কারণে এই পরিস্থিতি বেশি খারাপ হয়েছে। গত কয়েক দিন ধরে দুষ্কৃতিকারীরা যে অন্যায়, অত্যাচার, লুটপাট করছে এটা খুবই দুঃখজনক। এই পরিস্থিতি খুব দ্রুত সমাধান করা দরকার। সমস্যা সমাধানের জন্য যদি আমাদের প্রয়োজন হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোন পরিস্থিতিতে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আরো আশ্বস্ত করেন যে কোন সংকটময় পরিস্থিতিতে দেশের ও জাতির কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে ছিল, আছে থাকবে।