ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে ১৫ই আগস্ট ঘিরে ষড়যন্ত্র রুখতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১৪ ১৫:৪৮:৫৬

১৫ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ নতুন করে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজপথে রয়েছে বিএনপি। 

 এ উপলক্ষে গতকাল ১৪ই আগস্ট বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির(খৈয়ম গ্রুপের) উদ্যোগে বিক্ষোভ মিছিল করে নেতাকর্র্মীরা। এতে অংশ নেয় যুবদল।

 এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজবাড়ী বাজারের খলিফা পট্টিতে জমায়েত হয় বিএনপি ও যুবদলের কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্ত্বর এলাকা ঘুরে রেলগেট এলাকায় এসে শেষ হয়। 

 পরে সেখানে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদস্য রইচ উদ্দিন ডিউক, সদস্য কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল হক রনি, জেলা মহিলা দলের আহ্বায়ক কুমকুম নজরুল, মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুকসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস।

 এ সময় বক্তারা বলেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্রদের তোপের মুখে পড়ে গত ৫ই আগস্ট খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে ভয়ে পালিয়েছে। ছাত্র আন্দোলনের সময় অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। আহত হয়ে শত শত ছাত্র জনতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। এছাড়াও যাদের নেতৃত্বে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে আমরা তাদের বিচার চাই। খুনি হাসিনার কারণে আমরা ১৭ বছর কোন সভা সমাবেশ করতে পারি নাই। আমরা কেউ কোন কথা বলতে পারি নাই। আমাদের অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থান আমরা স্বাধীন হয়েছি।

 বক্তারা আরো বলেন, আগামীকাল ১৫ই আগস্ট আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্রকে রুখে দিব। আমরা কাল সবাই একতাবদ্ধ হয়ে মাঠে থাকবো। নতুন করে আমরা কোন ষড়যন্ত্র এদেশে হতে দেবো না।

 
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ