রাজবাড়ী জেলার তিনটি পৌরসভার মেয়র, ৫টি উপজেলার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ১৮ ও ১৯শে আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে অপসারণ করা হয়।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার স্মারক নং- ৪৬.০০.০০০০.০০০.০৬৩.২৭.০০২.২৪.৯৯৬ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ মাহাবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার(পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে সারাদেশের ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে।
এর মধ্যে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল ও পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার রয়েছে। তারা বিগত আওয়ামী লীগের সরকারের আমলে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। স্বতন্ত্র নির্বাচন করায় তাকে যুবলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন।
পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনিও আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে মেয়র হয়েছিলেন।
অপরদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার জারিকৃত স্মারক নং-৪৬.০০.০০০০.০৪৬.০১৮.০০১.২৪.৪৯৮ এ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ আক্তার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ(সংশোধন) অধ্যাদেশে, ২০২৪ এর ধারা ১৩ ঘ প্রয়োগ করে ৪৯৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে অপসারণ করা হয়েছে।
এছাড়াও অপর একটি প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ ঘ প্রয়োগ করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।
এবারের উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলাতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো আওয়ামী লীগের সমর্থক ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন।
এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার জারিকৃত স্মারক নং-৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৩৬৫ এ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জেলা পরিষদ(সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা-১০ খ প্রয়োগ করে সারাদেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন জারি হওয়ার পর রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পৃথক তিনটি প্রজ্ঞাপনে রাজবাড়ীর তিনটি পৌরসভা, ৫টি উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপন উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর জেলা পরিষদের দায়িত্ব জেলা প্রশাসক হিসেবে আমি গ্রহণ করবো। এছাড়াও তিনটি পৌরসভার মধ্যে রাজবাড়ী পৌরসভার দায়িত্ব স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক, গোয়ালন্দ পৌরসভার দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও পাংশা পৌরসভার দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) দায়িত্ব নিবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
এদিকে রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতু এক ভিডিও বার্তায় বলেন, আমি দায়িত্বে থাকাকালীন যতটুকু পেরেছি রাজবাড়ীর মানুষের নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করেছি। তারপরও আমি মানুষ। কোন মানুষই ভুলের উর্দ্ধে না। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে রাজবাড়ীর পৌরসভার নাগরিক ও কর্মকর্তা-কর্মচারী আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই অন্তবর্তীকালীন সরকারকে। পৌরসভার শুধুমাত্র মেয়রকে অপসারণ করা হয়েছে, কাউন্সিলরা অব্যাহত আছে, এটা যেনো থাকে। কাউন্সিলরা না থাকলে নাগরিকরা নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে। নাগরিক সেবা প্রদানের জন্য কাউন্সিলররা দিনরাত সেবা প্রদান করে থাকে। এই জন্য সরকারের এ সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। তারা এখনো বলবৎ আছে। সরকারের যে কোন সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব হয়েছে তার সুফল যেনো সকল মানুষ ভোগ করতে পারে এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী যেনো সচেষ্ট থাকে।