ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৮-২০ ১৪:৩৭:১৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ২০শে আগস্ট বিকালে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 র‌্যালীটি বালিয়াকান্দি সরকারী কলেজ থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। 

 পরে সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রফিকুজ্জামান লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল ও বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান বক্তব্য রাখেন।

 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ