রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাব চত্ত্বরে জেলা বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়মপন্থী নেতাকর্মীরা গোয়ালন্দ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রোস্তম মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, রাজবাড়ী ১-আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নোংরা রাজনীতি করেন না এবং পছন্দও করে না। বিএনপির একটি অংশ আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সম্পর্কে যে বিকৃত, রুচিহীন ভাষায় মিথ্যাচার করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খৈয়ম সাহেবের হাতে গড়া গোয়ালন্দ উপজেলা বিএনপি কখনো চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িত ছিলো না এবং তা সমর্থনও করে না। গোয়ালন্দে যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে তারা কারা খোঁজ করলেই জানতে ও বুঝতে পারবেন। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার ও বানোয়াট কথাবার্তা প্রচার করছে তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দৌলতদিয়া পতিতাপল্লীর সভানেত্রী ঝুমুরকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সংগঠনের বিভিন্ন কার্যক্রম থেকেই তাকে চিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় ঝুমুর কি কি অপরাধ করেছে সাংবাদিক হিসাবে তা আপনাদের সবারই জানার কথা রয়েছে। ১০ লক্ষ টাকার বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। যে লেনদেন করেছে অর্থাৎ ঝুমুর নেত্রীর কাছে গেলেই জানতে পারবেন কে বা কারা নিয়েছেন।
গোয়ালন্দে আওয়ামীপন্থী যে সকল নেতা বিএনপির নাম ভাঙিয়ে দখলবাজি ও চাঁদাবাজি করছে তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি আমাদের কোনো দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির তথ্য পান তাহলে তা তুলে ধরবেন।
এ ছাড়াও সভায় নেতৃবৃন্দ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক ও অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুল হককে অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের দাবী জানান।