ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
চন্দনীতে সমসাময়িক রাজনীতি ও নতুন বাংলাদেশ বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • শিহাবুর রহমান
  • ২০২৪-০৯-০৫ ১৫:৩৬:১৩

 স্বৈরাচারী সরকারের পতনের পর সমসাময়িক রাজনীতি এবং নতুন বাংলাদেশ বিষয়ক সুধী সমাবেশ হয়েছে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজারে।

 গত ৪ই সেপ্টেম্বর বিকেলে আফড়া কমল কিশোর ক্লাবের আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী।

 সদর উপজেলা বিএনপি নেতা মোঃ রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা রেজাউল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, শাহ আলম মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, কমল কিশোর ক্লাবের সভাপতি মোঃ তানজিব ফাহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী রাকিবুল হাসান ও আল আমিন সরদারসহ অনেকেই বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির বক্তব্যে একেএম সিরাজুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন হওয়ার পর আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি কিছু দুর্বৃত্ত আগের কায়দায় একই রুপ নিয়ে বিএনপি কিংবা বিরোধী যেকোন দলের লেবাচে সাধারণ লেভেলে ঢুকে গিয়ে ডাকাতি করছে। ঢাকায় কিন্তু সেদিন ডাকাতি করেছিল ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা। আনসারের মাধ্যমে তারা সচিবালয় ঘেরাও করেছিল। আপনার আমার মধ্যে ঢুকে এরা এদেশে অরাজকতা করবে, প্রতি বিপ্লব সৃষ্টি করবে, সেটি হতে দেওয়া যাবে না।

 তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম ছিল কমল। তারই নাম অনুসরণ করে ১৯৯৪ সালের ১লা জানুয়ারী আফড়ার তৎকালীন মেধাবী শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই কমল কিশোর ক্লাবটি প্রতিষ্ঠিত করে। এই ক্লাবের মাধ্যমে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন কর্মকান্ডের সাথে তারা জড়িয়ে পড়ে। এই ক্লাবের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে এবং যেকোন দুর্বৃত্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 

 

জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ