ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার কশবামাজাইল ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৯-০৭ ১৫:১১:৪৫

 ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল ৭ই সেপ্টেম্বর বিকালে কশবামাজাইল বাজারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

 কশবামাজাইল ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের উপস্থাপনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলা জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কাসেমী বক্তব্য রাখেন।

 প্রধান বক্তা হিসাবে পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ সাব্বির হোসাইন বক্তব্য রাখেন।

 অন্যান্য অতিথিদের মধ্যে পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন মানিক, ইসলামী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মোঃ ইয়াসির আলী বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল আলিম, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিটের দপ্তর সম্পাদক মাওলানা ফরিদ ইবনে জামাল, পাংশা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আবু মুসা প্রমূখ বক্তব্য রাখেন।

 এছাড়া পাংশা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এইচএম নাঈমুল ইসলাম, কশবামাজাইল হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জাফর সাদিক, লটাভাঙ্গা পূর্বপাড়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মোঃ সাইফুল ইসলাম তামিম জিহাদী, কেয়াগ্রাম হাফেজিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাওলানা জাফরুল্লাহ, কেয়াগ্রাম হাফেজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মেহেদী হাসান ও মাওলানা মোঃ আব্দুর রহিম প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 ইসলামী সংগীত পরিবেশ করেন এম ওমর ফারুক ও হাফেজ মাওলানা রাসেল মাহমুদ। পবিত্র কোরআন তেলোয়াত করেন দীঘলহাট উত্তরপাড়া জামে মসজিদের খতিব ক্বারী মোঃ শরিফুল ইসলাম।

 বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে পীর সাহেব চরমোনাইকে ক্ষমতায় বসিয়ে ইসলামী শাসনতন্ত্র কায়েমের গুরুত্বারোপ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ ইসলাম ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ