রাজবাড়ী জেলার পাংশা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গতকাল ৭ই সেপ্টেম্বর হাজী সমাবেশ-২০২৪ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পুঁইজোর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের খতিব আলহাজ্ব মোঃ সাঈদ আহমদের সভাপতিত্বে এবং পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা রুহুল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রসুলপুর মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদিস আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নূর হোসাইন বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে সাবেক যুগ্ম সচিব আলহাজ্ব গোলাম রহমান মিয়া, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান, আজিজপুর রশিদিয়া কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ আব্দুল আলিম, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডঃ খোন্দকার মাহবুবুর রহমান, পাংশা সরকারী কলেজের প্রভাষক মাওলানা মোঃ আবু সাঈদ, বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী মডেল মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দির বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা সুলতান আহমেদ, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মাজেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব ডাঃ আফজাল হোসেন, মাওলানা আব্দুল মালেক, আলহাজ্ব রুস্তম আলী, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা ইউনুস হুসাইন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা সব কাজ আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল(সাঃ) এর সন্তষ্টির জন্য করা, ইমান ও আমলের দৃঢ়তা এছাড়া হজ্বপূর্ব এবং হজ্ব পরবর্তী জীবনের করনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে পাংশাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা এলাকার ৫ শতাধিক হাজী এবং ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।