রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন ভূমি অফিস গত ২৩শে সেপ্টেম্বর সকালে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। পরিদর্শনকালে তিনি অনলাইনে ভূমি সেবা ও নামজারি শতভাগ নিশ্চিত করতে এবং সেবা নিতে আসা নাগরিকের হয়রানী বন্ধসহ সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের নথিপত্র দেখেন এবং অবকাঠামো উন্নয়নসহ সার্বিক খোঁজখবর নেন। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।