ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
মহারাষ্ট্রে রাসূল(সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৯-২৮ ১৫:২২:৩৭

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ও রাসূল(সাঃ) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 মিছিলটি রাজবাড়ী জেলা স্কুলের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বিক্ষোভ মিছিলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হোসাইন, সভাপতি আঃ রহমান সোহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম ও রাজবাড়ী সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ আরাফাতসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ(সাঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও আমরা মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসূল(সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ। তাদের চরম মূল্য দিতে হবে। মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। ভারতের ঘৃণ্য পরিকল্পিত মহানবী রাসূল(সাঃ) এর অবমাননা সহ্য করা হবে না। রাসূলের ইজ্জতের শানে যদি আবারো কেউ কোথাও এমন জঘন্য ঘৃণিত কাজ করেন সারা বিশ্বের মুসলমান নবী প্রেমে এক হয়ে পুরা বিশ্বে কঠোর গণ আন্দোলন গড়ে তুলবে। রাসূল(সাঃ) কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ